বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেছে জামায়াত।
সোমবার সকাল সোয়া ৮টার দিকে শহরের কানুছগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চারটি হাতবোমার (ককটেল) বিস্ফোরণ ঘটায় নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়।
জনমনে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে পালিয়ে যাওয়ার সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায় বলে তিনি জানান।
এর আগে হরতালের সমর্থনে সকাল সোয়া ৭টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াত। মিছিলটি শহরের নামাজগড় এলাকা থেকে শুরু হয়ে নূরানী মোড়ে গিয়ে শেষ হয়।
অপরদিকে সকাল ৮টায় হরতালের পক্ষে শহরের কলেজ বটতলায় মিছিল করে বিএনপি।
এদিকে দুপুর ১২টায় বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের নেতৃত্বে শহরে হরতালবিরোধী মিছিল বের হয়।
নাশকতাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার স্নিগ্ধ।