দিনাজপুরের এ বন্দর দিয়ে বুধবার দুটি ট্রাকে সাড়ে ৪৭ টন আলু আমদানি করা হয়েছে।
Published : 25 Sep 2024, 09:30 PM
আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার পর আবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ঢুকছে ভারতীয় আলু।
টনপ্রতি আলু ১৮০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে; যা কেজি দরে ২১ দশমিক ৬ টাকা পড়েছে বলে জানান বাংলাহিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের জ্যেষ্ঠ সহসভাপতি শহীদুল ইসলাম শহীদ।
বুধবার দুপুরে মেসার্স এয়ার ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের জলপাইগুড়ি এলাকা থেকে এসব আলু আমদানি করে বলে জানান তিনি।
শহীদুল ইসলাম বলেন, আলু বোঝাই দুটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যে দিয়ে প্রায় আড়াই মাস পর এ বন্দর দিয়ে আবার আমদানি কার্যক্রম শুরু হলো। দুটি ট্রাকে ৪৭ টন ৫০০ কেজি আলু আমদানি করা হয়েছে।
সবশেষ চলতি বছরের ৮ জুলাই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি হয় বলে জানান তিনি।