জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির বলেন, “জামায়াতের নেতা-কর্মীদের সহিংসতার উস্কানি দিতেই পুলিশ হামলা করেছে।”
Published : 08 Nov 2023, 11:57 AM
বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা অবরোধের প্রথম দিনে বগুড়ায় জামায়াতের ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে পুলিশের গুলিতে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে বগুড়া শহর দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এবং বগুড়া-রংপুর মহাসড়কে এসব সংঘর্ষ হয়।
জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবরোধের সমর্থনে সকালে বগুড়া শহর দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রামে মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও ডিবি পুলিশ নেতা-কর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়তে থাকে।
এ সময় নেতাকর্মীরা সড়কে দাঁড়িয়ে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ছয় নেতা-কর্মী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
একই সময়ে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সমাবেশ চলাকালে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এ ঘটনায় চারজন নেতাকর্মী আহত হয়েছেন।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলি বর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “জামায়াতের নেতা-কর্মীদের সহিংসতার উস্কানি দিতেই পুলিশ হামলা করেছে।”
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আখতার সাংবাদিকদের জানান, জামায়াত কর্মীরা পুলিশের উপর হামলা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।