র্যাব জানায়, ৪ ফেব্রুয়ারি শ্বশুর বাড়ি থেকে পাঁচ লাখ টাকা আনার জন্য স্ত্রীকে চাপ দেন দিদার।
Published : 15 Mar 2025, 05:31 PM
নোয়াখালীর হাতিয়া উপজেলায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার ভোরে চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান।
গ্রেপ্তার মো. দিদার উদ্দিন (৩৫) হাতিয়া উপজেলায় চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের বাসিন্দা।
কোম্পানি কমান্ডার মিঠুন বলেন, দশ বছর আগে পারিবারিকভাবে তাসলিমা বেগম ও দিদারের বিয়ে হয়। এরপর থেকে যৌতুক দাবিতে তাসলিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন দিদার। এর মধ্যে বিদেশে যাওয়ার কথা বলে কয়েক ধাপে শ্বশুর বাড়ি থেকে বেশকিছু টাকা হাতিয়ে নেন তিনি।
“গত ৪ ফেব্রুয়ারি শ্বশুর বাড়ি থেকে আরো পাঁচ লাখ টাকা এনে দিতে স্ত্রীকে চাপ দেন দিদার। এতে রাজি না হওয়ায় দিদার ও তার পরিবারের সদস্যরা তাসলিমাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। এসময় মাটিতে লুটে পড়ে মারা যান তাসলিমা।”
তিনি বলেন, এ ঘটনায় তাসলিমার পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হয়। তারপর থেকে পলাতক দিদার।
র্যাবের এই কর্মকর্তা আর বলেন, “গ্রেপ্তারের পর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। তাকে হাতিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।”
কমান্ডার মিঠুন বলেন, “রোববার হাতিয়া থানার পুলিশ আদালতে হাজির করবে।”