কমেছে জিপিএ ৫ এর সংখ্যাও। একে ‘ফল বিপর্যয়’ আখ্যা দিয়েছেন বোর্ডটির উপ পরীক্ষা নিয়ন্ত্রক।
Published : 28 Jul 2023, 02:32 PM
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার গত বছরের চেয়ে ৪ দশমিক ২৯ শতাংশ পয়েন্ট কমেছে।
শুক্রবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী এ বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। যা ২০২২ সালে ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ।
একে ‘ফল বিপর্যয়’ আখ্যা দিয়ে বোর্ডটির উপ পরীক্ষা নিয়ন্ত্রক হারুন উর রশিদ বলেন, “স্কুলে দুর্বল পাঠদান এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ছাড়াও কিছু কারণে এ বিপর্যয় ঘটেছে।”
ঘোষিত ফলাফলে দেখা যায়, এ বোর্ডে পাসের হারের সঙ্গে এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার জিপিএ ৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। ২০২২ সালে এ সংখ্যাটি ছিল ২৫ হাজার ৫৮৬।
এই বোর্ডের অধিনে রংপুর বিভাগের ৮ জেলার ২ হাজার ৭০৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯৯ হাজার ৪৯১ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন।
এবারের ফলাফলে পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে।
ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬১ শতাংশ এবং জিপিএ ৫ পাওয়া ছাত্র ৮ হাজার ৫২৮ জন। ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ২২ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৮৮২ জন।
ফলাফল থেকে দেখা যায়, এবার একজনও পাস করেনি এমন স্কুলের সংখ্যা এক। তবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা এবার কমে হয়েছে ৮০টি। ২০২২ সালে যে সংখ্যাটি ছিল ৮৭।
আরও পড়ুন:
মাধ্যমিকে পাসের হার কমে ৮০.৩৯%
এসএসসি: কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ ৫