কেউ পাস করেনি এ বোর্ডের অধীনে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিনটি।
Published : 28 Jul 2023, 12:49 PM
এসএসসি পরীক্ষার ফলাফলে এ বছর যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
এ বছর বোর্ডটিতে পাসের হার ৮৬ দশমিক ১৭ শতাংশ; জিপিএ ৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ পরীক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ পরীক্ষার্থী।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ শুক্রবার সকাল ১১টায় যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ বোর্ডের এসএসসির ফলাফল জানান।
এ সময় তিনি বলেন, “করোনাকালীন সব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়নি এবং সময় কমিয়ে আনা হয়েছিল বলে পাসের হার বেশি ছিল। এ বছর সব বিষয়ে পরীক্ষা হওয়ায় পাসের হার কমেছে। ২০২১ সালে যেমন পাসের হার ছিল ৮৭ শতাংশ। এবার ৮৬ দশমিক ১৭ শতাংশ।”
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, যশোর শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন। শতভাগ পাস করেছে ১৯৩টি শিক্ষা প্রতিষ্ঠান। পাসের হারে মেয়েরা এগিয়ে আছে।
এ শিক্ষা বোর্ডের আওতাভুক্ত ১০ জেলার মধ্যে পাসের হারে এগিয়ে আছে সাতক্ষীরা। এ জেলায় পাসের হার ৯১ দশমিক ৯৬ শতাংশ। এরপর খুলনায় ৯০ দশমিক ২১, যশোর ৮৭ দশমিক ৫৩, বাগেরহাট ৮৬ দশমিক ০৬, কুষ্টিয়া ৮৫ দশমিক ২১, মেহেরপুর ৮৩ দশমিক ৭৩, চুয়াডাঙ্গা ৮৩ দশমিক ৪৫, মাগুরা ৮০ দশমিক ৯৮, ঝিনাইদহ ৮৩ দশমিক ০৪ এবং নড়াইলে ৮০ শতাংশ।
কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিনটি। এগুলো হচ্ছে: যশোরের শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বিদ্যালয় ও সাতক্ষীরার তালা উপজেলার উদয়ন সেকেন্ডারি স্কুল। এর মধ্যে সাড়াতলা বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৮ জন, মুলাদি তালতলায় ৩ জন ও উদয়ন সেকেন্ডারি স্কুলে ৪ জন।
আরও পড়ুন:
অমুকের ছেলে ভালো করেছে, এই তুলনাটা করবেন না: অভিভাবকদের প্রধানমন্ত্রী