দশ দিন আগে হামলার ওই ঘটনায় এখনও মামলা হয়নি, বলছে পুলিশ।
Published : 09 Apr 2025, 11:13 PM
লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটকের তথ্য দিয়েছেন রামগঞ্জ থানার ওসি আবুল বাশার।
আটক একজন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর। অপরজন রামগঞ্জের ইছাপুর ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল কাদের। শুক্কুর ইছাপুরের সোন্দড়া গ্রামের আলী হোসেনের ছেলে এবং কাদের একই গ্রামের আউয়াল মমিনের ছেলে।
দশ দিন আগে হামলার ওই ঘটনায় এখনও মামলা না হওয়ার তথ্য দিয়ে ওসি আবুল বাশার বলেন, আটক দুজন থানা হেফাজতে রয়েছে।
গত ৩০ মার্চ রাতে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। মেহেদী উপদেষ্টা মাহফুজের সর্ম্পকে চাচাত ভাই।
মেহেদীর বাড়িতে হামলার সময় মাহফুজের বাবা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মোল্লা বাধা দিলে তার ওপরও আক্রমণ চালানো হয়। পরে উপদেষ্টার বাড়িতে গিয়ে তার বাবার খোঁজ-খবর নেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আক্রমণের ঘটনা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।
আরও পড়ুন-