দুটি ঘটনায় কেরু কোম্পানি কর্তৃপক্ষ দর্শনা থানায় মামলা করেছে।
Published : 16 Feb 2025, 03:51 PM
চুয়াডাঙ্গার দর্শনায় চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির চত্বরে পাওয়া বোমাটি নিস্ক্রিয় করা হয়েছে।
শনিবার রাতে রাজশাহী র্যাবের বোমা বিশেষজ্ঞ দল বোমাটি নিস্ক্রিয় করে বলে দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান।
তিনি বলছেন, “নিস্ক্রিয় করা বস্তুটি ককটেল ছিল।”
শনিবার সকালে কেরু চত্বরে ছাগল চড়াতে গিয়ে বোমাসদৃশ বস্তু দেখতে পায় এক যুবক। বিষয়টি কেরুর নিরাপত্তাকর্মীদের জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা এলাকাটি ঘিরে রাখে।
ওসি মুহম্মদ শহীদ বলেন, এর আগে গত বৃহস্পতিবারও একই এলাকায় লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল পাওয়া যায়। রাজশাহী র্যাবের বোমা বিশেষজ্ঞ দল এসে সেটি নিস্ক্রিয় করে। এবারও রাজশাহী র্যাবের বোমা বিশেষজ্ঞ দল তা নিস্ক্রিয় করেছে।
তিনি বলেন, “দুটি ঘটনায় কেরু কোম্পানি কর্তৃপক্ষ দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। আমরা এ বিষয়টি নিয়ে তদন্ত করছি।”
কেরু কোম্পানির চত্বরে 'বোমার' খবর, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী