Published : 06 May 2025, 07:45 PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হামলার শিকার সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের বিরুদ্ধে মামলা করেছেন এক আসামি।
বাবুল মিয়া নামের ওই ব্যক্তি সাংবাদিকের উপর হামলার মামলায় নয় নম্বর আসামি ছিলেন। ৩০ এপ্রিল তিনিসহ মোট আটজন এই মামলায় জামিন পান।
এরপর সোমবার তিনজনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন বাবুল মিয়া।
আদালত মামলাটি আমলে নিয়ে মেডিকেল সার্টিফিকেট (এমসি) সংগ্রহ করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বিজয়নগর থানার ওসিকে নির্দেশ দিয়েছে। ২ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করে দেয় আদালত।
আদালত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, মামলায় অপর দুই আসামি হলেন মো. নাহিদ ও মোস্তফা জামাল হানিফ। হানিফ সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের উপর হামলার মামলার সাক্ষী।
তবে আদালতের নির্দেশ এখনও পাননি বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম।
বাবুল মিয়ার মামলায় বলা হয়েছে, ২৫ এপ্রিল রাতে সাংবাদিক রুবেলের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রুবেল দলবল নিয়ে বাবুল মিয়ার ভাই কাইয়ুম মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেন ও কয়েকজনকে আহত করেন।
এদিকে ঘটনার ১০ দিন পেরুলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়া এবং উল্টো আসামি পক্ষের মামলা দায়ের হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মাঈনুদ্দিন রুবেল। একইসঙ্গে তিনি ও পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
মাইনুদ্দিন রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি। তিনি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামের বাসিন্দা। তবে ২০ বছর ধরে তিনি জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে একটি ভাড়া বাসায় থাকেন।
২৫ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় উপজেলা পরিষদের সামনে রুবেলের ওপর হামলার ঘটনা ঘটে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাইয়ুম মিয়া ও উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সির নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর।
এ ঘটনায় পরদিন রাতে মোখলেছুর ও কাইয়ুমসহ ১৩ জনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা করেন সাংবাদিক রুবেল।
আরও পড়ুন:
বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধির ওপর হামলা: আসামিদের গ্রেপ্তার
হামলায় রক্তাক্ত বিডিনিউজ টোয়েন্টিফোরের ব্রাহ্মণবাড়িয়া
বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধির ওপর হামলা: ৪ দিনেও গ্রেপ্তার নেই
বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধির ওপর হামলা: গ্রেপ্তার দাবি ৮
বিডিনিউজ টোয়েন্টিফোরের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির ওপর হামলার ঘটন