বগুড়ায় বিপন্ন প্রজাতির ‘ভুবন চিল’ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে শহরের কলোনি এলাকা থেকে চিলটি উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন তীর এর সভাপতি রিফাত হাসান।
তিনি জানান, শিক্ষার্থী তানিহা তানিম তুবার ফেইসবুক পোস্ট দেখে তারা বিষয়টি জানতে পারেন। পরে গিয়ে চিলটিকে উদ্ধার করেন।
তানিহা তানিম তুবা বলেন, পাখিটি আহত অবস্থায় বগুড়ার শাজাহানপুর উপজেলার বোহাইল গ্রামের পতিত জমিতে পড়ে ছিল। সেখান থেকে চিলটি উদ্ধার করে নিজের বাসায় পরিচর্চার জন্য নিয়ে আসেন। পরে তীর সদস্যরা এসে সেটিকে নিয়ে যায়।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আরিফুর রহমান বলেন, ‘ভুবন চিল’ বাংলাদেশের দেশীয় প্রজাতির বিপন্ন পাখি। নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এরা বিস্তৃত। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম; তবে স্ত্রী পাখি একটু বড় হয়।
টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) শিক্ষার্থীদের একটি সংগঠন। যারা বিপন্ন প্রাণীদের উদ্ধার ও সংরক্ষণ কাজে সহায়তা দিয়ে থাকে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর দ্রুত বন বিভাগের পরামর্শ নিয়ে পাখিটিকে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।