ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়।
Published : 28 Nov 2024, 12:25 AM
শেরপুরের মুর্শিদপুরে দোজা পীরের দরবারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পুলিশ জানায়।
নিহত হাফেজ উদ্দিন (৩৯) সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী গ্রামের ইদু মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠের নকশামিস্ত্রি ছিলেন।
মঙ্গলবার ভোরে শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকার মুর্শিদপুর খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে হামলা চালায় একদল লোক।
এ সময় দুপক্ষের সংঘর্ষে হাফেজ উদ্দিনসহ অন্তত ১৩ জন আহত হন।
ওই ঘটনায় দরবারের তরফ থেকে দায়ের করা মামলায় আহত হাফেজ উদ্দিনসহ সাতজনকে আটক করে পুলিশ।
অবস্থার অবনতি হলে হাফেজ উদ্দিনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে বুধবার সকালে তিনি মারা যান।
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, আহত হাফেজ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখন পর্যন্ত ওই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।