“হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
Published : 31 Jan 2025, 07:36 PM
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আরও একজনের মৃত্যু হয়েছে।
মৃত ৭০ বছর বয়সী ছাবেদ আলী শেরপুরের শ্রীবর্দী থানার রাণী শিমুল এলাকার মো. আব্দুল্লাহর ছেলে।
তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, “ছাবেদ ইজতেমা ময়দানের ৪৬ নম্বর খিত্তায় ছিলেন। শুক্রবার দুপুরে সেখানে হঠাৎ স্ট্রোক করেন তিনি।
“পরে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
একইদিন সকালে ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়।
ইজতেমা ময়দানেই তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয় বলে হাবিবুল্লাহ জানান।
আরও পড়ুন: