মৃত আব্দুল কুদ্দুস গাজী খুলনা জেলার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা লোকমান হোসেন গাজীর ছেলে।
Published : 31 Jan 2025, 05:39 PM
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে একজনের মৃত্যু হয়েছে।
তার নাম আব্দুল কুদ্দুস গাজী (৬০)। তিনি খুলনা জেলার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা লোকমান হোসেন গাজীর ছেলে।
শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে ময়দানের মারা যান বলে তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান।
বাদ জুমা ইজতেমা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।