পুনর্ভবা নদীতে মাছ ধরা দেখতে গিয়ে রায়হান ও সিহাদ সবার অগোচরে নদীতে পড়ে যায় বলে জানান ওসি।
Published : 06 Jul 2023, 04:28 PM
দিনাজপুরে মাছ ধরা দেখতে গিয়ে পুনর্ভবা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের পুনর্ভবা নদী সংলগ্ন গবরাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে কোতয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান।
মৃত শিশুরা হলো- ওই এলাকার জহরুলের ছেলে রায়হান (৪) ও একই এলাকার রাহাত আলীর ছেলে সিহাদ (৪)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি তানভিরুল ইসলাম বলেন, গবরাপাড়া এলাকার স্থানীয় কয়েকজন পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান।
“এ সময় ওই রায়হান ও সিহাদ সবার অগোচরে নদী মাছ ধরা দেখতে যায়।এরপর এক পর্যায়ে তারা নদীতে পড়ে যায়।”
তিনি বলেন, পরে নদীতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।