নেত্রকোণার ওই তিন যুবক সীমান্ত সড়কের চেংনি বাজার এলাকায় পাহাড় দেখতে গিয়েছিলেন বলে জানায় পুলিশ।
Published : 11 Apr 2024, 08:02 PM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গারো পাহাড় দেখেতে যাওয়ার পথে মোটরসাইকেলের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ভারত সীমান্ত সড়কের চেংনি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক।
নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা কুমিল্লাপাড়া গ্রামের কবীর মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩), আমতলা গ্রামের জয়নাল মিয়ার ছেলে হালিম হোসেন (১৮) এবং হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে নবী হোসেন (৩৫)।
ওসি লুৎফুল হক জানান, ঈদের দিন বিকালে পূর্ব পরিচিত ওই তিনজন নাজিরপুর থেকে একটি মোটরসাইকেলে করে পাহাড় দেখতে বের হন। পথে চলন্ত অবস্থায় মোটরসাইকেলটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
হাসপাতালে আনার আগেই তারা মারা যান বলে জানিয়েছেন কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ ঘোষ।
খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি লুৎফুল হক।