ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
Published : 28 Sep 2024, 08:36 PM
শেখ হাসিনার সরকারের পতন হলেও সেসময়ের লোকজনই প্রশাসনে বসে ‘ষড়যন্ত্র’ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “১৯৭১ সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আর ছাত্র-জনতা অগাস্টে সংগ্রাম করে স্বৈচারের পতন ঘটিয়ে গণতন্ত্র মুক্ত করেছে। স্বৈরাচারের পতন হলেও তাদের রেখে যাওয়া উচ্ছিষ্ট প্রশাসনে রয়ে গেছে। তারা ষড়যন্ত্র করছে।
“তাদের চলমান ষড়যন্ত্রের কাছে মাঝে মাঝে সরকার অসহায় বোধ করছে, তাদের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ছে। এই ছোট ছোট ষড়যন্ত্র এক সময় বড় হয়ে দেখা দিতে পারে। সেজন্য সরকারকে সজাগ হতে হবে।”
শনিবার বিকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা বিএনপির সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সে দায়িত্ব তারা পালন করছে। তাদের উপর আমাদের সমর্থন আছে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও জনগণের নিরাপত্তা দিতে পারে জনগণের নির্বাচিত সরকার।”
“স্বৈরাচার পতনের এ মহাক্ষণে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র-জনতা, কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অবদানকে যদি মর্যাদা দিতে ব্যর্থ হই; স্বৈরাচারী শেখ হাসিনার গুম-খুন, হামলা- মামলা, নির্যাতনের প্রতিবাদে জনগণের অবদানের স্বীকৃতি দিতে না পারি- তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। অগাস্ট শহীদদের স্বপ্ন আমাদের সফল করতে হবে।”
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আজিজুল বারি হেলাল, অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, শহিদুজ্জামান বেল্টু, মীর রবিউল ইসরাম লাভলু, রুহুল কুদ্দুস কাজল, সাইফুল ইসলাম ফিরোজ আমিরুজাজ্জামান খান শিমুল।