একদিন আগে বাম গণতান্ত্রিক জোটের ধর্ষণবিরোধী মিছিলে হামলার ঘটনা ঘটে।
Published : 13 Mar 2025, 07:51 PM
ময়মনসিংহ নগরে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে মিছিলটি নগরের মালগুদাম থেকে শুরু হয়ে নতুন বাজার-টাউন হল এলাকা ঘুরে আবার মালগুদামে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ বক্তারা বলেন, বুধবার ধর্ষণবিরোধী মিছিলে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। সেইসঙ্গে সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের বিচারে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন নেতারা।
কমিউনিস্ট পার্টির (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক শেখ বাহার মজুমদারের সভাপতিত্বে সমাবেশে কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত, বাসদের (মার্কসবাদী) জেলা সমন্বয়ক শেখর রায়, জোনাল ইনচার্জ ইমাম হোসেন খোকন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম আজাদ এবং সিপিবি নেতা আব্দুর রব মোশাররফ বক্তব্য দেন।
বুধবার বিকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের মালগুদাম থেকে ধর্ষণবিরোধী মিছিল শুরু করে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।
মিছিলটি নতুন বাজার মফিজ উদ্দিন ভবনের সামনে পৌঁছলে পেছন থেকে হামলার অভিযোগ ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ ও ইসলামি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এতে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ময়মনসিংহ জেলার আহ্বায়ক আরিফুল হাসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার সহসভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজের যুগ্ম আহ্বায়ক জুঁই এবং সিপিবি ময়মনসিংহ সদর কমিটির সভাপতি সাজেদা বেগম সাজু আহত হন।
আরও পড়ুন: