তারা নতুন বাজার মফিজউদ্দিন প্লাজার সামনে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের উপর হামলা চালায়।
Published : 12 Mar 2025, 07:46 PM
ময়মনসিংহে নারী নির্যাতন প্রতিরোধে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার বিকালে নগরীর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান।
বাম গণতান্ত্রিক জোট ধর্ষণ, নারী নির্যাতনের বিচার, আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধসহ নানা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল বের করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর মালগুদাম থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি গাঙ্গিনাপাড়ে ঢোকার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা মিছিল বাম জোটের মিছিলের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। তারা শাহবাগের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের একটা মিছিলও যোগ দেয়।
এরপর তারা নতুন বাজার মফিজউদ্দিন প্লাজার সামনে বাম জোটের নেতাকর্মীদের উপর হামলা চালায়।
এতে আহত হন জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার আহ্বায়ক আরিফুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সহসভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজের যুগ্ম আহ্বায়ক জুঁই।
হামলা পরবর্তীতে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা আবারও মিছিল সংগঠিত করেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির জেলা সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সিপিবি জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক শেখর রায়, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম আজাদ, বাসদ মহানগর কমিটির সদস্য অপূর্ব চন্দ্র দেবনাথ।
নেতারা এই ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর একটা গণতান্ত্রিক প্রতিবাদ মিছিলে বর্বরোচিত হামলা ফ্যাসিবাদী সংস্কৃতিরই লক্ষণ। সারাদেশে খুন, ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা যখন আন্দোলন করছে, সেই আন্দোলনকে ‘শাহবাগী’ ট্যাগ দিয়ে দমনের চেষ্টা করছে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী। তারই অংশ হিসেবে এই হামলার ঘটনা ঘটল।
নেতারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, “শাহবাগী ইস্যুতে আমাদের মিছিলটি টাউন হল থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড় গেলে বাম জোটের নেতাকর্মীরা কটূক্তি করতে থাকে। পরে আমরা তাদের ধাওয়া করি।”
কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, “বাম গণতান্ত্রিক জোট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”