বগুড়ার কাহালুতে ভ্যানচালককে হত্যার প্রায় ১৫ বছর পর এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এ ছাড়া মামলায় আরও সাত আসামিকে এক বছর করে কারাদণ্ড এবং দুজনকে খালাস দেওয়া হয়।
বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহুরুল ইসলাম জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. ইউনুস আলী জেলার কাহালু উপজেলার অঘোর ধোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
কারাদণ্ডপ্রাপ্তরা একই গ্রামের মো. আফজাল হোসেন ফকির, মো. আশরাফুল সরকার, আতাউর রহমান সরকার, মো. সবুজ সরকার, মো. আজিজুল হক রনি, সিরাজুল হক জনি ও সোহাগ শেখ।
মেহেরুন বেগম ও মোছাম্মদ বেলী খাতুন নামের দুই নারী খালাস পেয়েছেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
নিহত ভ্যানচালক জুরান আলী সরকার ওই গ্রামের বাসিন্দা ও আসামিদের প্রতিবেশী ছিলেন।
মালার নথির বরাতে আইনজীবী জহুরুল ইসলাম জানান,
জুরান আলীর সঙ্গে আসামিদের পারিবারিক শত্রুতা ছিল। এর জেরে ২০০৭ সালের ১১ নভেম্বর জুরানকে লাঠিসোটা দিয়ে মারধর করেন আসামিরা। ইউনুস আলী লাঠি দিয়ে জুরানের মাথায় আঘাত করেন। এতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা ছামসুল আলী সরকার বাদী হয়ে কাহালু থানায় একটি হত্যা মামলা করেন।