বুধবার বেলা পৌনে ১২টায় ট্রেন লাইনের ওপর থেকে ট্যাংকারগুলি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Published : 23 Oct 2024, 12:31 PM
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ট্যাংকার লাইনচ্যুত হয়ে প্রায় ১০ ঘণ্টা সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ ছিল।
মঙ্গলবার রাত ১টার দিকে আনসারবাড়িয়া স্টেশনের কাছে তেলবহন করা ট্রেনের ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন পাকশি বিভাগের রেলওয়ের পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন।
তিনি বলেন, রেলপথটি সিঙ্গেল লাইনের হওয়ার কারণে রাত ১টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে রাতেই খুলনা ও ইশ্বরদি থেকে উদ্ধারকারী দুটি ট্রেন রওয়ানা হয়। ঘটনাস্থলে এসে বুধবার ভোররাত থেকে সেগুলি উদ্ধার কাজ শুরু করে।
পরে বেলা পৌনে ১২টায় ট্রেন লাইনের ওপর থেকে ট্যাংকারগুলি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
রেলওয়ের পরিবহন কর্মকর্তা আরও জানান, এ দুর্ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দিবে।