হেলমেট পরা কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে গাড়িটির গতিরোধ করে ভাঙচুর চালায় বলে জানায় পুলিশ।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ বাজার এলাকায় এই দুঘটনা ঘটে বলে জানান তারাকান্দা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।
নিহতের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে, তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি মামুন বলেন, ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড় থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। কাশিগঞ্জ বাজার এলাকায় যেতেই বিপরীত দিক আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। এসময় আহত হয় আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি আরও বলেন, এই ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।