ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের একজন এসআই আহত হয়েছেন এক যুবকের ছুরিকাঘাতে, যাকে ‘মানসিক প্রতিবন্ধী’ বলছে পুলিশ।
রোববার বিকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত এসআই মো. আতিকুল্লাহ খান (৪৫) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত আছেন।
তাকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় সাইদুল ইসলাম (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি বিহাইর গ্রামের বজলু মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিহাইর গ্রামে সাইদুল নামে এক ‘মানসিক প্রতিবন্ধী’ তার বাবা-মাকে ঘরে আটকে রেখে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করছে – ৯৯৯ নম্বরে এমন একটি কল পেয়ে এসআই আতিকুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়।
“এ সময় সাইদুলকে ধরতে গেলে সে তার হাতে থাকা ছুরি দিয়ে আতিকুল্লাহর বুকে আঘাত করে। তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন জানিয়েছেন, রাত ১০টায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতের বুক, বাম বগলের নিচে ও হাতে ছুরিকাঘাতের জখম রয়েছে। তাকে জরুরি ভিত্তিতে অপারেশনে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।