শিক্ষার্থীরা জানান, নতুন প্রশাসনের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেবেন।
Published : 20 Feb 2025, 05:21 PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রশাসন, উপাচার্য, সন্ত্রাসী এবং রাজনৈতিক সব ছাত্র সংগঠনকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কুয়েট ক্যাম্পাসের ভাস্কর্য ‘দুর্বার বাংলার’ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেছেন তারা।
এ কর্মসূচিতে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রীসহ সব রাজনৈতিক সংগঠনকে ‘লাল কার্ড’ দেখান শিক্ষার্থীরা।
একই সঙ্গে উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা ‘দুর্বার বাংলা’র সামনে থেকে একটি মিছিল বের করেন। এটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
প্ল্যাকার্ডের সঙ্গে তারা স্লোগান দিতে থাকেন- ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘নো ছাত্রদল, নো ছাত্রশিবির, নো বৈবিছাআ, অনলি ছাত্র’; ‘রক্ত যখন ঝরছিল, প্রশাসন তখন কই ছিল?, ‘নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘উই ওয়ান্ট নলেজ, নো পলিটিক্যাল ডেমেজ, ‘শিক্ষার্থীর রক্ত ঝরে, প্রশাসন তামাশা করে’, ‘ছাত্র মেরে করিস পাপ, রাজনীতি অভিশাপ’,’ মনে রেখো প্রত্যেকে জুলাই শেষে কিন্তু আগস্ট আসে’, ‘ছাত্রদের রক্ত দিয়ে তোমাদের ক্ষমতার পিপাসা আর কত মিটবে?’, ‘ছাত্ররাজনীতি রেড কার্ড ‘, ‘বহিষ্কার, বহিষ্কার, জড়িতদের বহিষ্কার’, ‘মাছুদ তুই কুয়েট ছাড়’, ‘বকুল ফুল, বকুল ফুল, ভিসি তুমি করেছ ভুল,’ ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘তুমি কে, আমি কে, আবরার, আবরার, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ,‘দড়ি ধরে মারো টান ভিসি হবে খান খান’।
সমাবেশে শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বহিরাগতরা কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছয় দফা দাবি দেওয়া হয়েছে। তবে কুয়েট প্রশাসন সেটা মানেনি। এ ঘটনায় কুয়েটের উপাচার্য, সহউপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালককে বর্জন করা হয়েছে। পাশাপাশি কুয়েট ক্যাম্পাসে সব রাজনৈতিক দলগুলোকে ‘লাল কার্ড’ প্রদর্শন করা হয়েছে।
তারা বলেন, কুয়েট প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারেনি। এ কারণে তারা নতুন প্রশাসন চান। এ দাবি জানিয়ে তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেবেন।
এ ছাড়া বিকেলে ছাত্রকল্যাণ কেন্দ্রে আহত শিক্ষার্থীদের ছবি এবং হামলার ঘটনার ভিডিও ফুটেজ পরিদর্শন করা হয়।
ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের পর থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে; এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
একপর্যায়ে সংঘর্ষ ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়ে। এ সময় রেলিগেট, তেলিগাতিসহ আশপাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। তারপর থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এর মধ্যে রাতে ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পাঁচ দফা দাবি পেশ করেন। এগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এবং থাকলে আজীবন বহিষ্কারের বিধান রেখে অধ্যাদেশ জারি; মঙ্গলবারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা, বহিষ্কারসহ ব্যবস্থা নেওয়া; ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাসের বাইরে সামরিক বাহিনীর সদস্যদের রাখা; আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় প্রশাসন থেকে বহন করা এবং ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চেয়ে উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ।
বুধবার সকাল থেকে ক্যাম্পাসের ফটকের চারপাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। টহল দিতে দেখা গেছে সেনাবাহিনীকেও। তবে কোনও ক্লাস-পরীক্ষা হয়নি। দুপুরে প্রশাসনিক, অ্যাকাডেমিকসহ সব ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম সভা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা: প্রশাসনের মামলায় আসামি ৪০০-৫০০ জন
এদিকে বুধবার রাতে খান জাহান আলী থানায় অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা করেছে কুয়েট প্রশাসন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (নর্থ) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন:
কুয়েট: দাবি 'পুরোপুরি না মানায়' উপাচার্যসহ ৩ জনকে বর্জনের ঘোষণা
সিন্ডিকেটের সিদ্ধান্ত: কুয়েটে রাজনীতি বন্ধ, হামলার তদন্তে কমিটি
ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের সংঘর্ষের পর কুয়েট বন্ধ ঘোষণা
কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ, বিজিবি
কুয়েটে রামদা হাতে ভাইরাল যুবদল নেতাকে বহিষ্কার
কুয়েটে উপাচার্যের পদত্যাগ দাবি, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা