এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
Published : 22 Apr 2024, 02:16 PM
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘পূর্ব শত্রুতার জেরে’ একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার মধ্যরাতে উপজেলার রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান।
নিহত রানা আহমেদ (৩৪) ওই গ্রামের আবুল হাসেমের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মজিদ বলেন, রানার বাবা আবুল হাসেমের সঙ্গে প্রতিবেশী বকুল গংদের বেশ কয়েক বছর ধরে বিরোধ চলছিল। রাতে রানা তার বাড়ির পাশে ডিপ টিউবওয়েলের কাছে বসে মোবাইল চালাচ্ছিলেন।
“ধারণা করা হচ্ছে এ সময় পেছন থেকে ধারালো দেশী অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।”
তিনি বলেন, রানার চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে। জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।