গত ৩ অগাস্ট বিকালে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় শিক্ষার্থীদের মিছিলে সশস্ত্র হামলা ও গুলির অভিযোগে মামলাটি করা হয়েছে।
Published : 28 Aug 2024, 10:45 AM
কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে ফের মামলা করা হয়েছে।
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩ অগাস্ট বিকালে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় শিক্ষার্থীদের মিছিলে সশস্ত্র হামলা ও গুলির অভিযোগে তারা দুজনসহ ১৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের ছাত্র মো. আবু রায়হান মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি ফিরোজ হোসেন।
বাহার, সূচনা ছাড়াও কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাবলুসহ সিটির বেশ কয়েকজন কাউন্সিলর, আদর্শ সদর উপজেলা কয়েকজন ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে বাবা-মেয়ের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল।
১৯ জুলাই বিকালে কুমিল্লায় নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকা থেকে নগরীর কান্দিরপাড় যাওয়া ছাত্র-জনতা মিছিলে হামলার নির্দেশের অভিযোগে ১৯ অগাস্ট রাতে মামলাটি করা হয়েছিল।
এনিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে বাবা-মেয়ের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা করা হয়েছে। এর বাইরে বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের একটি মামলা করা হয়েছে।
বাহাউদ্দিন বাহার ২০০৮ সাল থেকে টানা চার বার নৌকার মনোনয়নে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।
অপরদিকে তার বড় মেয়ে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূচনা চলতি বছরের ৯ মার্চ উপনির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তবে এর মধ্যে সরকারি এক প্রজ্ঞাপনে তিনি মেয়র পদ থেকে অপসারিত হয়েছেন।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাহারের বাসভবন, মহানগর আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট চালায়।
বর্তমানে বাহার এবং তার মেয়ে সূচনা দেশেই আছেন, নাকি দেশ ছেড়েছেন, এ বিষয়ে নিশ্চিত কেউ তথ্য দিতে পারেনি। ৫ অগাস্টের পর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। এজন্য বারবার চেষ্টা করেও তাদের বক্তব্য জানা যায়নি।
মঙ্গলবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন সাংবাদিকদের বলেন, “মামলায় যাদের আসামি করা হয়েছে তারা সবাই ৫ অগাস্টের পর থেকে আত্মগোপনে আছেন। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুরানো খবর
সাবেক এমপি বাহারের বিরুদ্ধে এবার সাংবাদিক নির্যাতনের মামলা
কুমিল্লায় সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার বিরুদ্ধে আরেক মামলা
কুমিল্লায় সাবেক এমপি বাহার ও তার মেয়েসহ ৬২ জন হত্যার আসামি