এনিয়ে সাবেক এমপি বাহারের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা হল।
Published : 20 Aug 2024, 07:26 PM
কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে এবার সাংবাদিক নির্যাতনের মামলা হয়েছে। এনিয়ে তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা হল।
সোমবার দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির কুমিল্লা জেলায় কর্মরত সাংবাদিক বাহার রায়হান।
আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে বাদী পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু জানান।
সাংবাদিক বাহার রায়হান কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক।
মামলায় আ ক ম বাহাউদ্দিন বাহারসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারনামীয় অন্য আসামিরা হলেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু ও সাবেক সংসদ সদস্য বাহারের সাবেক দেহরক্ষী মো. দুলাল।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচি ছিল। সেদিন হরতাল অবরোধের খবর সংগ্রহ করতে নগরীর কান্দিরপাড় যান সময় টিভির সাংবাদিক বাহার রায়হান।
এ সময় হরতাল প্রতিরোধের নামে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালান মহানগর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
হামলার সময় বিএনপি ও জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মীকে বেধড়ক পিটিয়ে জখম করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা।
এসব দৃশ্য ধারণ করায় তৎকালীন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে আসামিরা সাংবাদিক বাহার রায়হানের ওপর নির্যাতন চালায়।
এক পর্যায়ে হামলাকারীরা রায়হানের সঙ্গে থাকা টিভি ক্যামেরা ও স্ট্যান্ড ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনার পর বাহাউদ্দিন বাহার সাংবাদিক রায়হানকে কোনো আইনি ব্যবস্থা বা বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
হুমকির পর প্রাণ হারানোর ভয়ে দীর্ঘদিন চুপ থাকতে হয় বলে মামলায় উল্লেখ করেন সাংবাদিক বাহার রায়হান।
মঙ্গলবার বিকালে তিনি বলেন, “ক্ষমতার অপব্যবহার করে বাহাউদ্দিন বাহার কুমিল্লার অনেক সাংবাদিকের ওপর নির্যাতন করেছেন।
“তিনি কুমিল্লা সদরের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বললেই হয়রানির শিকার হন।”
বাহাউদ্দিন বাহারের অত্যাচারে কুমিল্লার সাংবাদিকরা দীর্ঘদিন জিম্মি অবস্থায় ছিলেন দাবি করে বাহার রায়হান আরও বলেন, “আমার বিশ্বাস, মামলাটি সঠিকভাবে তদন্ত হলে বাহাউদ্দিন বাহার দোষী সাব্যস্ত হবেন। সাবেক এমপি বাহারসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুমিল্লায় কুপিয়ে ও গুলি চালিয়ে মাছুম মিয়া (২২) নামের এক যুবককে হত্যার ঘটনায় রোববার রাতে সদর দক্ষিণ মডেল থানায় বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসীন বাহার সূচনাসহ ৬২ জনকে আসামি করে একটি মামলা হয়।
এছাড়া ছাত্রজনতার আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে বাবা-মেয়ের বিরুদ্ধে সোমবার রাতে আরেকটি মামলা হয়েছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায়।