গাজীপুরে ৩ ইটভাটা উচ্ছেদ, দুটিকে জরিমানা

উপ-পরিচালক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2022, 10:44 AM
Updated : 21 Dec 2022, 10:44 AM

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অবৈধভাবে স্থাপিত তিনটি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া দুই ইটভাটা মালিককে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নয়ন মিয়া সাংবাদিকদের বলেন, উপজেলার বাঘুন এলাকার মেসার্স এস কে এস ব্রিকসের মালিক সাইফুল্লাহ পালোয়ানকে তিন লাখ টাকা এবং মেসার্স আর এফ এস ব্রিকসের মালিক রমিজ উদ্দিনকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে স্থাপিত উপজেলাল কাওরাইদ এলাকার মেসার্স বি আর এম ব্রিকস, জামালপুর এলাকার মেসার্স এম এইচ এ ব্রিকস এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. নয়ন মিয়া, সহকারী পরিচালক মমিন ভুইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন।

উপ-পরিচালক মো. নয়ন মিয়া বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।