আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
Published : 23 Feb 2025, 09:05 PM
মাদারীপুরের কালকিনি উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে চারটি গরু মারা যাওয়ার পাশাপাশি দুটি ঘর ছাই হয়েছে।
রোববার বিকালে উপজেলায় সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহিম মুরাদ সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান কালকিনি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মিজানুর রহমান।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানিয়েছে, বিকালে ওই চেয়ারম্যানের চাচাতো ভাই আবু বক্কারের গোয়াল ঘরে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন চেয়ারম্যানের গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনে আবু বক্কারের ও চেয়ারম্যানের চারটি গরু এবং দুটি ঘর ছাই হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ বলেন, “অগ্নিসংযোগের কারণে আমার এবং আমার চাচাতো ভাইয়ের দুটি গোয়ালঘর ও চারটি গরু ছাই হয়ে গেছে।”
আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত করে বিস্তারিত বলা হবে বলে জানান ফায়ার ফাইটার মিজানুর রহমান।