আগুনে নয়টি ঘরের সব আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।
দিনাজপুর সদর উপজেলায় বসতঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।
শুক্রবার গভীর রাত ২টার দিকে উপজেলার ধারীশাইল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দিনাজপুর কোতোয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম জানান।
নিহত ৬৫ বছর বয়সী জাহানারা বেগম ওই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
পরিবারের বরাতে ওসি তানভিরুল ইসলাম বলেন, “মধ্যরাতে নিহতের ছেলে জাহাঙ্গীরের বসতঘরে আগুন লাগে। টিনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
“এ সময় জাহানারা বেগম ঘরে আটকা পড়েন। পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় তিনি ঘর থেকে বের হতে না পারায় পুড়ে মারা যান।”
আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেছে বলে জানান ওসি।
তিনি আরও জানান, জাহাঙ্গীর প্রায় তিন বছর আগে রাস্তার পাশে বাড়ি নির্মাণ করে মা এবং স্ত্রীসহ বসবাস করে আসছিলেন।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ওসি তানভিরুল ইসলাম।