শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই আবাসিক হলগুলোর নতুন নামকরণ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
Published : 01 Mar 2025, 07:30 PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং বঙ্গবন্ধু স্কোয়ারের নাম পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম শনিবার সাংবাদিকদের বলেন, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর নতুন নামকরণ করা হয়েছে ‘বিদ্রোহী হল’, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল পরিবর্তিত হয়ে হয়েছে ‘শিউলিমালা হল’।
একইসঙ্গে, ‘বঙ্গবন্ধু স্কয়ার’ এর নতুন নামকরণ করা হয়েছে ‘জুলাই-২৪ স্কয়ার’।
উপাচার্য বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অচিরেই কার্যকর করা হবে।
শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই আবাসিক হলগুলোর নতুন নামকরণ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম সম্বলিত নামফলক ভেঙে ফেলে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আসিফ আহমেদ তাহসান নামে এক শিক্ষার্থী বলেন, “এই প্রথম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সুন্দর একটি কাজ করেছে। বংশগত ভিত্তি কোথাও থাকবে না। নজরুলের প্রতিটি সৃষ্টিকর্মের স্বাক্ষর থাকুক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়।”
নজরুলের সাহিত্য কর্মের নামানুসারে প্রতিটি স্থাপনার নামকরণের দাবি জানিয়ে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মো. রাজু শেখ বলেন, “রাজনৈতিক তোষামোদির কারণে নেতাদেরকে খুশি করতেই একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিবারকেন্দ্রিক নামগুলো দেওয়া হয়েছিল। আমরা চাই নজরুলের সৃষ্টিকর্মের নামেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনার নামকরণ করা হোক।”