এসপি বলেন, ২৬ অক্টোবর দুপুরে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে ওই তরুণীকে তুলে জঙ্গলে নিয়ে যায় আসামিরা।
Published : 29 Oct 2023, 08:27 PM
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর জানান।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকার শাহ আলী, তার সহযোগী একই এলাকার মিজানুর রহমান ও মো. হোসেন আলী।
পুলিশ সুপার মুক্তা ধর বলেন, “২৬ অক্টোবর বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে গচ্ছাবিল এলাকায় ওই তরুণীকে তুলে জঙ্গলে নিয়ে তিন যুবক ধর্ষণ করেন।
“ওই দিন তরুণীর বাবা থানায় অজ্ঞাতপরিচয় তিন যুবকের বিরুদ্ধে মামলা করেন।
এসপি আরও বলেন, এই ঘটনায় পুলিশ অভিযানে নামে। প্রযুক্তি ও স্থানীয়দের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে, ওই নারীর মোবাইল ফোন উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।