২৫ জানুয়ারি মুরাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
Published : 06 Feb 2024, 04:27 PM
জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ।
মৃত মো. মুরাদ আহমেদ মৃধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার কাটাস্কোল গ্রামের মো. সাত্তার মৃধার ছেলে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, “তার ডেঙ্গু ছিল না। টেস্টে জন্ডিস ধরা পড়ে। হেপাটাইটিস ও কিডনি বিকল হয়ে তিনি মারা যান।”
এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, “মারা যাওয়ার পর জানতে পারলাম মুরাদ ২৫ জানুয়ারি থেকে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।
“তার রোগের বিষয়টি বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ জানতেন না। বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে হয়ত তার আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যেত।”
মঙ্গলবার দুপুরে মরদেহ তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জানুয়ারির মাঝামাঝিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জন্ডিসের প্রকোপ দেখা দিয়েছে। ১৫ থেকে ২৫ জানুয়ারির উপসর্গের ভিত্তিতে ১৪৬ শিক্ষার্থীকে পরীক্ষা করানো হয়। তাদের মধ্যে ৬৮ জনের শরীরে জন্ডিস ধরা পড়ে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক মো. হাবিবুর রহমান।
আরও পড়ুন