বিকালে স্বজনদের অগোচরে ওই দুই শিশু বাড়ির পাশে পুকুরে পড়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।
Published : 02 Nov 2024, 10:07 PM
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে কারা চাচাতো ভাই-বোন।
শনিবার বিকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিণগাছি গ্রামের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান রিফাইতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান রানা বিশ্বাস।
মৃতরা হলো- ওই এলাকার খোদা বকসের ছেলে নূর আমিন (৫) এবং মিজার আলীর মেয়ে ফাতেমা (৪)।
স্থানীয় বাসিন্দা রবজেল হোসেন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে দুই ভাইবোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। কিছুক্ষণ পর তাদেরকে বাড়ির আশেপাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।
পরে বাড়ির পাশে পুকুরে দুই শিশু অচেতন অবস্থায় ভেসে ওঠে। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদুল হাসান তুহিন জানান, সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে অচেতন অবস্থায় ওই দুই শিশুকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
একই পরিবারে দুই শিশু মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।