রাজবাড়ীতে ভাইকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

পাওনা টাকার জন্য চাপ দেওয়ায় নান্নু তার মামাতো ভাই মোশারফকে কৌশলে ডেকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকিতে গুম করে রাখে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 08:47 AM
Updated : 9 Nov 2023, 08:47 AM

রাজবাড়ীতে মামাতো ভাইকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ জাকিয়া পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নান্নু শাহ কালুখালী উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা।

এ ছাড়া আরেকটি ধারায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ৮ নভেম্বর রাতে আমবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি মোশারফ মোল্লা।

এর চারদিন পর ১২ নভেম্বরে ওই গ্রামের আমিরুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ওই দিনই কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে জানা যায়, পাওনা টাকার জন্য চাপ দেওয়ায় নান্নু শাহ তার মামাতো ভাই মোশারফ মোল্লাকে কৌশলে ডেকে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকিতে গুম করে রাখে।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। বিচার কাজ শেষে আদালত বৃহস্পতিবার নান্নু শাহকে দোষী সাব্যস্ত করে রায় দিল।