নজরুল নিহত হওয়ার পর মারামারির সঙ্গে জড়িতরা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে।
Published : 14 Feb 2024, 09:45 PM
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার বিকালে উপজেলার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে বলে বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান।
নিহত নজরুল ইসলাম (৩২) আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মুনাফ মিয়ার ছেলে। তিনি আদর্শ গ্রামের ছালেক মিয়ার জামাতা।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, নজরুল তার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এর মধ্যেই বিকালে মোস্তাক মিয়া এবং আলমগীর মিয়ার পরিবারের শিশুদের মধ্যে ঝগড়া হয়।
পরে এর জের ধরে দুই পরিবারের লোকজন ও সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন। তখন নজরুল দুই পক্ষকে শান্ত করতে যান।
এ সময় তিনি মাথায় আঘাত পান। তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি দেলোয়ার হোসেন বলেন, নজরুল নিহত হওয়ার পর মারামারির সঙ্গে জড়িতরা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।