পুলিশ জানায়, তিন দিন আগে জমিতে সেচের ড্রেন বন্ধ করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করেন ছোট ভাই।
Published : 08 Feb 2024, 05:50 PM
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কোদাল দিয়ে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে তার ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার তথ্যপ্রযুক্তির সাহায়তায় রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারারি ইউনিয়নের ক্লাব বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম।
গ্রেপ্তার রবিউল ইসলাম উপজেলার বসিনটারী এলাকার খাইরুল ইসলামের ছেলে। নিহত মিজানুর রহমান (৪৮) খাইরুলের বড় ছেলে।
বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ে সম্মেলন কক্ষে পুলিশ সুপার সাইফুল বলেন, সোমবার সকালে জমিতে সেচ দেওয়ার ড্রেন বন্ধ করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল কোদাল দিয়ে মিজানুরকে কুপিয়ে আহত করেন। মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী জমিলা খাতুন বাদী হয়ে আদিতমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার রবিউলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান এসপি।
তদন্ত শেষে ঘটনার আরও বিস্তারিত জানা যাবে বলে জানান সাইফুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী ও মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুর ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: