পুলিশ জানায়, নিহত মিজানুরের বাবা মঙ্গলবার সকালে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
Published : 06 Feb 2024, 12:51 PM
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী জানান, সোমবার সকাল ১০টায় উপজেলার বসুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান (৪৮) ওই গ্রামের খায়রুল আমিনের বড় ছেলে।
স্বজনদের বরাতে ওসি মাহমুদ-উন-নবী বলেন, সকালে বাড়ি পাশে কোদাল নিয়ে পানির ড্রেন বন্ধ করতে যান ছোট ভাই রবিউল ইসলাম। এ সময় ওই ড্রেন করা নিয়ে রবিউলের সঙ্গে তার বড় ভাই মিজানুর রহমানের কথা কাটাকাটি হয়।
তিনি বলেন, “এক পর্যায়ে কোদাল দিয়েই তার মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান মিজানুর। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মিজানুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মারা যান তিনি।”
এ ঘটনায় নিহত মিজানুর রহমানের বাবা খাইরুল আমিন মঙ্গলবার সকালে থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানান ওসি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নিহতের বাবা খায়রুল আমিন বলেন, “জমির ড্রেন নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটে।”