পর পর তিন কন্যা; একজনকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

আসামিকে মৃত্যুদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2023, 02:33 PM
Updated : 13 March 2023, 02:33 PM

পঞ্চগড়ে ছয় মাস বয়সী কন্যাশিশুকে হত্যার দায়ে বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. জাহাঙ্গীর আলম।

দণ্ডপ্রাপ্ত ৩৪ বছর বয়সী নাজিমুল হক সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড জয়ধরভাঙা এলাকার জয়নুল হকের ছেলে।

মামলার বরাতে এপিপি জাহাঙ্গীর জানান, ভালবেসে একই এলাকার রশিদুল ইসলামের মেয়ে রশিদাকে বিয়ে করেন নাজিমুল।

বিয়ের পর এ দম্পত্তির ঘরে পর পর তিনটি মেয়ে সন্তান জন্ম নেয়। ছেলে সন্তান না হওয়ায় তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।

তিনি আরও জানান, ২০১৯ সালের ৩১ মার্চ রাতে স্ত্রীসহ সন্তানদের ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন নাজিমুল। এক পর্যায়ে ছয় মাস বয়সী রত্নাকে কুপিয়ে হত্যা করেন তিনি। 

এ ঘটনায় রশিদার বাবা নাজিমুল হককে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩১ অক্টোবর দুজনকে অব্যাহতি দিয়ে নাজিমুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন।

এপিপি জানান, শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রায়ে সন্তুষ্ট প্রকাশ করে আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, “এ রায় কন্যাসন্তানের প্রতি মানুষকে যত্নবান হতে উৎসাহ জোগাবে।”