দুই দিন আগে একই এলাকায় একটি হাতবোমা পাওয়া যায় বলে জানায় পুলিশ।
Published : 15 Feb 2025, 03:20 PM
দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চত্বরে আবার বোমর মত বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার বেলা ১২টার দিকে কেরু চত্বরে একটি পরিত্যক্ত গর্তে বস্তুটি দেখতে পাওয়া যায় বলে জানান দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়ায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কেরু চত্বরে ছাগল চড়াতে গিয়ে সেখানে বোমার মত বস্তুটি দেখতে পান এক যুবক। তাৎক্ষণিক বিষয়টি কেরুর নিরাপত্তাকর্মীদের জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা এলাকাটি ঘিরে রেখেছেন। খবর দেওয়া হয়েছে রাজশাহী র্যাবের বোম ডিসপোজাল দলকে।
কেরু চিনিকলে কর্মরত কয়েকজন বলছেন, সম্প্রতি প্রতিষ্ঠানের শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ঘটনার জেরে কেউ এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য বোমা রেখে যেতে পারেন।
ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, কেরু চত্বরে কালো স্কচটেপ মোড়ানো একটি বস্তু পাওয়া গেছে। বৃহস্পতিবারও একই এলাকায় লাল স্কচটেপ মোড়ানো একটি হাতবোমা পাওয়া যায়।
“পরে রাজশাহী র্যাবের বোমা বিশেষজ্ঞ দল এসে সেটি নিষ্ক্রিয় করে। এবারও রাজশাহী র্যাবের ওই দলকে খবর দেওয়া হয়েছে।”
বৃহস্পতিবারের ঘটনায় কেরু কোম্পানি কর্তৃপক্ষ দর্শনা থানায় মামলা করেছে বলে জানান ওসি।
আরও পড়ুন
কেরু কোম্পানির চত্বরে 'বোমার' খবর, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী