বন্দরের বাজারে পাইকারিতে ৮০ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
Published : 18 Sep 2024, 07:01 PM
ভারত পেঁয়াজ রপ্তানিতে নতুন শুল্কায়ন ও রপ্তানি মূল্য কমায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত দুই দিনে দেশটি থেকে নয়টি ট্রাকে ২৭৫ টন পেঁয়াজ এসেছে।
পেঁয়াজ আমদানির ফলে বন্দরের বাজারে দাম কমতে শুরু করেছে। পাইকারিতে বিক্রি হওয়া ৯০ থেকে ৯৫ টাকা কেজির পেঁয়াজ এখন ৮০ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
নতুন শুল্কায়ন ঘোষণার পর ভারতের অংশে হিলি কাস্টমসের সার্ভার জটিলতা থাকায় দুই দিন পর পেঁয়াজ রফতানি শুরু হয় বলে জানান বাংলাহিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি শহিদুল ইসলাম।
তিনি জানান, সম্প্রতি ভারতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ১৩ সেপ্টেম্বর পণ্যটি রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক থেকে কমিয়ে ২০ শতাংশ এবং রপ্তানি মূল্য টনপ্রতি ৫৫০ মার্কিন ডলার থেকে কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
কিন্তু ভারতের কাস্টমস সার্ভারে নতুন দর যুক্ত না হওয়ায় পেঁয়াজ রফতানি দুই দিন বন্ধ ছিল বলে জানান শহিদুল ইসলাম।
গত বছরের ৮ ডিসেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ সংকট দেখিয়ে পেঁয়াজ রাপ্তানি বন্ধ করে দেয় ভারত। পরে চলতি বছরের মার্চে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দিল্লি।
প্রায় পাঁচ মাস পর ৪ মে ন্যূনতম ৫৫০ মার্কিন ডলার রপ্তানি মূল্য এবং ৪০ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারত। তবে এই দামে পেঁয়াজ আমদানি বন্ধ রাখেন বাংলাদেশের ব্যবসায়ীরা।