“এই সরকারের প্রধান দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু তারা তা না করে শুধু সকাল-বিকাল সংস্কারের জারি গান শোনাচ্ছে।"
Published : 12 Feb 2025, 10:59 PM
বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন হলেও বর্তমান সরকার তা ভাঙতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, “বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না অথচ বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। সরকার এ সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে।”
বুধবার লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আমরা এক দফার আন্দোলন করেছি, যার মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন। এই সরকারের প্রধান দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু তারা তা না করে শুধু সকাল-বিকাল সংস্কারের জারি গান শোনাচ্ছে।"
তিনি অভিযোগ করে বলেন, “আমরাও সংস্কারের প্রস্তাব দিয়েছি। বিভিন্ন সময়ে আমরা দাবি জানিয়েছি। কিন্তু সরকার নিরপেক্ষতা হারিয়ে গোপন বৈঠকের মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা যদি সত্যিকারের ইতিবাচকভাবে কাজ করে তবে তারা ইতিহাসে ভালোভাবে লেখা থাকবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র ও দেশের স্বার্থে আমাদের আপোসহীন নেত্রী খালেদা জিয়া কখনো কোনো আপোস করেননি। তিনি নানা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, তবুও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।”
জনসমাবেশে সভাপতির বক্তব্যে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “আমরা ফ্যাসিবাদী সরকারের সময় রাবার বুলেট, কাঁদানে গ্যাস, হামলা-মামলা সহ্য করে ১৬ বছর টিকে ছিলাম। এখন যদি আমরা কর্মসূচি দেই, তাহলে এই সরকারের অস্তিত্ব থাকবে না।
“তাই আমরা চাই সরকার স্বল্প সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করুক।”
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও আব্দুল খালেক। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার রাজিব হাসান, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক।