চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের ঈদগা পাড়ার বাসিন্দা ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন (৪৫), আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামের বাসিন্দা ও চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম (৩৯), দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের জামায়াত কর্মী মহাসিন আলী (২৬), সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি হুমায়ুন কবির (২৭), দামুড়হুদার বেলগাছি গ্রামের জামায়াত কর্মী মাসুম বিল্লাহ (৪২) এবং সদর উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা ও জেলা আমিরের গাড়িচালক মিনারুল ইসলাম (২৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তার নেতাকর্মীদের বিকালে আদালতে পাঠানো হয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]