“১৫ তারিখ বিকালে বা ১৬ তারিখ সকালে চট্টগ্রামের সি বিচের অ্যাংকরে পৌঁছাব,” বলেন জাহাজের ক্যাপ্টেন।
Published : 12 May 2024, 01:05 AM
দেশের পথে থাকা এমভি আবদুল্লাহ কুতুবদিয়া থেকে ৫০০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে রয়েছে; যেটি সেখানকার বর্হিনোঙরে পণ্য খালাসের পর যাত্রার শেষে চট্টগ্রামে গিয়ে নোঙর করবে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল রশিদ বলেন, শ্রীলংকা উপকূল হয়ে জাহাজটি কুতুবদিয়ার উদ্দেশ্যে চলছে। রোববার রাত ১০টা থেকে ১১টার মধ্যে কুতুবদিয়া বর্হিনোঙরে পৌঁছাবে। সেখানে দুই দিন সাড়ে ১০ হাজার টন চুনাপাথর খালাসের পর চট্টগামে যাবে বুধবার বা বৃহস্পতিবার সকালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কিছু কার্গো কুতুবদিয়ায় ডিসচার্জ করে ১৫ তারিখ বিকালে বা ১৬ তারিখ সকালে চট্টগ্রামের সি বিচের অ্যাংকরে পৌঁছাব, যেটাকে আমরা আলফা অ্যাকোরেজ বলি।"
সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার পর বাংলাদশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দুবাই থেকে ৩০ এপ্রিল রওনা হয়ে এখন চট্টগ্রামের পথে রয়েছে। এক মাস আগে ১৩ এপ্রিল রাতে জলদস্যুদের হাত থেকে মুক্তির আগে এটির ২৩ নাবিক ৩৩ দিন জাহাজে জিম্মি ছিলেন।
ক্যাপ্টেন রশিদ বলেন, জাহাজের ২৩ জন নাবিক দলের সবাই সুস্থ আছেন। তারা দেশে প্রিয়জনদের কাছে ফেরার জন্য উম্মুখ হয়ে আছেন।
এসব নাবিকসহ জাহাজটি গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে। অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করা হয় বলে জানায় বাংলাদেশি মালিকপক্ষ কবির গ্রুপ।
জাহাজটি বৃহস্পতিবার বঙ্গোপসাগরের জলসীমায় প্রবেশ করেছে বলে জানিয়েছিলেন কবির গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১৩ মে বিকাল নাগাদ আবদুল্লাহ কুতুবদিয়া পৌঁছাতে পারে। সেখানে কিছু পণ্য খালাস করবে। এতে দুই দিন সময় লাগতে পারে। তারপর চট্টগ্রাম বন্দরে আসবে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বাকি পণ্য খালাস করবে।”
এমভি আবদুল্লাহ কুতুবদিয়া পৌঁছানোর পর নাবিকরা জাহাজে করেই চট্টগ্রামে পৌঁছাবে, নাকি আগেই জাহাজ থেকে নেমে চট্টগ্রাম যাবে, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান মিজানুল।
শনিবার রাতে ক্যাপ্টেন রশিদ আরব আমিরাতের বন্দর থেকে পণ্য বোঝাই ও জ্বালানি নেওয়ার তথ্য তুলে ধরে বলেন, "১ মে রওনা দিয়ে ইরানিয়ান কোস্ট হয়ে ইন্ডিয়ান কোস্ট ধরে প্রথমে করাচি ও পরে মুম্বাইয়ের কাছ দিয়ে ধীরে ধীরে ওয়েস্ট কোস্ট অব ইন্ডিয়া হয়ে শ্রীলঙ্কা আসি। শ্রীলংকার উপকূল হয়ে আমরা বর্তমানে বাংলাদেশের কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি।”