"নির্বাচনের আগে আমাদের দুইটা কাজ, একটা হলো নির্বাচনের প্রস্তুতি। আরেকটি বিএনপির নেতৃত্বে চোরাগুপ্তা হামলা মোকাবিলা এবং নির্বাচনের পরিবেশ বজায় রাখা" বলেন ওবায়দুল কাদের।
Published : 10 Nov 2023, 01:19 PM
দ্বাদশ সংসদ জানুয়ারির প্রথম সপ্তাহে 'হাতে সময় কম' জানিয়ে ভোটের প্রস্তুতি জোরদার করে নির্বাচনী পরিবেশ বজায় রাখার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেই সঙ্গে বিএনপি-জামায়াতের চোরাগোপ্তা হামলা মোবাবিলায় আরও তৎপর হতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথ সভায় কাদের রাজনৈতিক অঙ্গনে 'প্রতিকুল পরিস্থিতি বিরাজ করছে' জানিয়ে বলেন, “ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে আলাপ আলোচনার ভূমিকা আমাদের কার্যক্রমকে জোরদার করতে সহায়ক হবে। আমাদের হাতে সময় একেবারেই কম। নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হলে আমাদের হাতে সময় একেবারেই কম।”
“নির্বাচনের আগে আমাদের দুইটা কাজ। এর মধ্যে একটা হল নির্বাচনের প্রস্তুতি। আরেকটা কাজ হল বিএনপির নেতৃত্বে বিরোধীদলের আন্দোলনের নামে চোরাগুপ্তা হামলা মোকাবিলা করা এবং নির্বাচনের পরিবেশ বজায় রাখা।”
ওবায়দুল কাদের বলেন, তার দল প্রতিকূল পরিস্থিতির সঙ্গে 'লাড়াই করে যাচ্ছে'।
"২৮ তারিখের পরে ঢাকাসহ সারা বাংলাদেশে সরকারি দল সাধারণত স্ট্যান্ড শো করতে পারে না। সাংগঠনিক কার্যক্রম কিছুটা কম হয়। এবার কিন্তু দেখতে পাচ্ছি ভিন্ন চিত্র। সারা দেশের নেতাকর্মীরা মাঠে আছে। এক ভিন্ন প্রতিকূল স্রোতের সাথে লড়াই করে যাচ্ছে, স্রোতের বিপরীতে।"
সামনে 'কঠিন পথ অতিক্রম করার জন্য নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আপনাদের আরও সতর্ক থাকতে হবে, যেসব জায়গায় তারা হামলা চালায়, সেসব জায়গায় আমাদের নেতাকর্মীদের উপস্থিতি জোরদার করতে হবে। প্রস্তুতি নিয়ে, জায়গা চিহ্নিত করে অবস্থান নিয়ে সতর্ক পাহারায় থাকতে হবে।"
পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে বিএনপির উস্কানি আছে কিনা জানতে চাইলে কাদের বলেন, "ইন্ধন তো আছেই। এখানে পরিষ্কারভাবে বিএনপি এবং তার দোসরদের কালো হাত বিস্তারিত হয়ে আছে। তারাই উস্কানি দিচ্ছে, তারাই গুজব সৃষ্টি করছে। উস্কানি আর গুজব সৃষ্টি করে তারা নিরীহ শ্রমিকদের বিভ্রান্ত করছে। তবে আমরা মনে করি, আমাদের শ্রমিকরা বর্তমান বাস্তবতার বিষয়গুলো উপলব্ধি করে সমাধানে এগিয়ে আসবেন।”
শেখ হাসিনা নিজে পোশাক খাতের সমস্যা দেখভাল করছেন জানিয়ে তিনি বলেন, “গুজবকারীরা ভেজাল করবে, গণ্ডগোল পাকাবে এবং নিজেদের পকেট ভারি করবে। তাদের খারাপ মিশন আছে। কাজেই তাদের কথায় কেউ যেন বিভ্রান্ত না হয়।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা, উপ দপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।