নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের সময় পুলিশ হত্যা মামলার আসামি তারা।
Published : 31 Oct 2023, 08:31 PM
ঢাকার শহীদবাগের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে তাদের আটক করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
নয়াপল্টনে গত শনিবার বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের সময় পুলিশ হত্যা মামলার আসামি তারা।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮ ৪০ মিনিটের দিকে শহীদবাগের একটি বাসা থেকে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় ডিবি।
পুলিশ হত্যার আসামি ফখরুলসহ ১৬৪ জন
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার ফখরুল আদালতে
যেখান থেকে তাদের আটক করা হয়েছে সেটির কাছেই শাহজাহানপুরে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসা। পুলিশ সেই বাসা শনিবার থেকে ঘিরে রেখেছে বলে জানান রিজভী।
সমাবেশ পণ্ডের পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন।
এর আগে গত রোববার হরতালের দিন সকালে গুলশান থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেন গোয়েন্দারা।
পরে তাকে সমাবেশ ঘিরে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রোববার রাতেই তাকে কারাগারে পাঠানো হয়।