সরকারকে হটিয়ে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ওবায়দুল কাদের।
তিনি রোববার এক বিবৃতিতে বলেছেন, “বিএনপি নেতৃবৃন্দের বোধগম্য হওয়া উচিৎ, নির্বাচন প্রতিহত এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করে কোনো লাভ নেই।
“আমরা বিএনপির প্রতি আহ্বান জানাই, ষড়যন্ত্রের পথ পরিহার করে গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় ফিরে আসুন; নির্বাচনে অংশগ্রহণ করুন।
নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় দশম সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলেও একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আবার তুলে এখন আন্দোলনে রয়েছে দলটি। আওয়ামী লীগকে সরকারে রেখে কোনো নির্বাচন হতে না দেওয়ার হুমকিও দিচ্ছেন দলটির নেতারা।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি তাদের পুরনো অপকৌশল অবলম্বন করে নির্বাচন ও নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা শুরু করেছে।”
পরাজয়ের শঙ্কায় বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইছে না বলে অভিযোগ করেন তিনি।
“বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়। তাই নির্বাচনে নিজেদের ক্রমাগত ব্যর্থতার কারণে রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র শুরু করেছে।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ‘প্রহসনে’ পরিণত করেছিল মন্তব্য করে কাদের বলেন, “যার ধারাবাহিকতায় রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার অভিপ্রায়ে খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন করেছিল; বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে বিরোধীদলীয় নেতার আসনে বসিয়ে মহান জাতীয় সংসদকে কলঙ্কিত করেছিল।
“জনগণ কর্তৃক বার বার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আজ তাদের ব্যর্থতার দায়ভার জাতির উপর চাপাচ্ছে। এমনকি নিজেদের দুর্নীতিবাজ নেতৃত্বকে জায়েজ করতে সংগঠনের গঠনতন্ত্র পরিবর্তন করেছে।”
বৈশ্বিক সংকটেও শেখ হাসিনার সরকার জনগণকে সুরক্ষা দিয়ে চলেছে দাবি করে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব এক সংকটকাল অতিক্রম করছে। এই সংকটের মধ্যেও শেখ হাসিনা দেশের জনগণের সুরক্ষা দিয়ে চলেছেন।
“বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি সাবা করোসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন এবং এটি অলৌকিক ঘটনার মতো বলে উল্লেখ করেছেন।”