দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে থেকে, নাকি আলাদভাবে নির্বাচনে অংশ নেবে সেটি তাদের দলীয় সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ভোটে অংশ নিতে কোনো রাজনৈতিক দলকে জোর করে আওয়ামী লীগের সঙ্গে ‘টেনে আনা হবে না’ বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে বুধবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ওবায়দুল কাদের।
নির্বাচনে নিয়ে জাতীয় পার্টির অবস্থান প্রশ্নে নানা আলোচনার মধ্যে চলতি মাসের শুরুতে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছিলেন ‘তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছেন’।
এরপর মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভার সমাপনী বক্তব্যে জি এম কাদের বলেছিলেন, জাতীয় পার্টি আর কোনো দলের ‘মুখাপেক্ষী থাকতে চায় না’।
এদিন সচিবালয়ে একজন সাংবাদিক ওই বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন। তখন পাল্টা প্রশ্ন রেখে কাদের বলেন, “জাতীয় পার্টির কারা, সবাই? জাতীয় পার্টির যদি অ্যাজ এ হোল বা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায় এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার।
“আমরা তো জোর করে কাউকে আমাদের সাথে টেনে আনছি না। এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার।”
জিএম কাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এও বলেছিলেন যে অন্য সময়ের তুলনায় তার দল ‘এখন অনেক শক্তিশালী’।
সেদিন তিনি বলেন, “কোন প্রক্রিয়ায় কীভাবে নির্বাচনে যাব, সেটা আমরা নির্বাচনের আগে আগে জানাব, সময়মতই আমরা সঠিক সিদ্ধান্ত নেব।“
পুরনো খবর