নির্বাচনের বিষয়ে অবস্থা বুঝে সিদ্ধান্ত, বললেন জি এম কাদের

নির্বাচনে যাওয়ার এখনও পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করে জি এম কাদের বলেন, “নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই, আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে, তাহলে কী হবে?

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 03:04 PM
Updated : 14 Nov 2023, 03:04 PM

জাতীয় পার্টি আর কোনো দলের মুখাপেক্ষী থাকতে চায় না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেলেন, অবস্থার প্রেক্ষাপটে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভার সমাপনী বক্তব্যে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে যাওয়ার এখনও পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করে জি এম কাদের বলেন, “নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই, আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে, তাহলে কী হবে?

“আমরা আর কোনো দলের মুখাপেক্ষী থাকতে চাই না। এখন দলগতভাবে আমরা অনেক শক্তিশালী। আমাদের ইউনিটি অন্য সময়ের থেকে অনেক বেশি এখন।”

এর আগে সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের নিয়ে জাপার সভাটি শুরু হয় সকাল ১০টায়। দুপুরে খাবারের বিরতির সময়টুকু ছাড়া বিকাল ৫টা পর্যন্ত চলে সভা। সভায় আওয়ামী লীগের সঙ্গে জোটের প্রসঙ্গ নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা শীর্ষ নেতাদের জানান জাপার তৃণমূল পর্যায়ের নেতারা।

বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আলমগীর সিকদার লোটন বলেন, “আলোচনার সময় শতকরা নিরানব্বই ভাগ জেলা উপজেলার নেতারা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে না যাওয়ার বিষয়ে মত দিয়েছেন। এখানে আমরাও পরিষ্কারভাবে বলেছি আমরা তো বড় দল, আমরা একাই নির্বাচনে যেতে পারি, আমাদের তো কারও সঙ্গে যাওয়ার দরকার নাই।”

জবাবে চেয়ারম্যান কি বলেছেন জানতে চাইলে তিনি বলেন, “চেয়ারম্যান তো সবার কথাই বলেছেন, তিনি আওয়ামী লীগের সঙ্গে যে তৃণমূল নেতারা জোটে যেতে চায় না সেই বিষয়টাই আলোকপাত করেছেন।

“চেয়ারম্যান বলেছেন, তারপরও কোন প্রক্রিয়ায় কীভাবে নির্বাচনে যাব, সেটা আমরা নির্বাচনের আগে আগে জানাব, সময়মতই আমরা সঠিক সিদ্ধান্ত নেব বলে বক্তব্যে বলেছেন।”

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতাদের পাশাপাশি জেলা, উপজেলা কমিটির নেতাদের নিয়ে আলোচনায় বসেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

জাপার সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। 

Also Read: সমঝোতার চেষ্টায় সাদা পতাকা হাতে দূতিয়ালিতে যুক্তরাষ্ট্র

Also Read: দোরগোড়ায় তফসিল, কেমন ভোট চায় ইসি

Also Read: সমঝোতার সাদা পতাকা তুলবে কে