দেশে গরম বেশি পড়লেও বিএনপি সরকারকে দায়ী করবে কি না, সে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা এবং সীতাকুণ্ড ও ঢাকার মিরপুর রোডের বিস্ফোরণের ঘটনায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য রেখেছেন তার জবাবে কাদেরের এ মন্তব্য এল।
সোমবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে কাদের বলেন, “এখন আমার কাছে মনে হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে গরম বেশি পড়লে দোষ পড়বে আমাদের উপর।”
আগের দিন রাজধানীতে এক কর্মসূচিতে বিএনপি মহাসচিব বলেন, “সীতাকুণ্ডে এবং আজকে ঢাকায় বিস্ফোরণ হয়েছে…। আমাদের প্রশ্ন এই বিস্ফোরণগুলো ঘটছে কেন?”
পরে নিজেই জবাব দিয়ে বলেন, “সরকার যখন ব্যর্থ হয় তার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে নিয়ে, যারা এ বিষয়গুলোর দায়িত্বে রয়েছে… সব কিছু সঠিকভাবে আছে কি না… সরকারি সংস্থাগুলো সেই ব্যবস্থা নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং সরকারের ব্যর্থতার কারণে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে।”
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা, প্রাণহানি, বাড়িঘরে আগুন, লুটপারের ঘটনায় ফখরুল বলেন, “শুধুমাত্র জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, অন্যখাতে প্রবাহিত করার জন্য এই ধরনের সাম্প্রদায়িকতা ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলন নস্যাৎ করতে চায়।
“এই যে সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা– এটা সরকার সৃষ্টি করছে। আমরা মনে করি তারা অত্যন্ত অসৎ উদ্দেশ্যে করছে।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগল কেন? একসঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। আর সব দোষ আওয়ামী লীগের ওপর চাপায়।
“ওখানে (সীতাকুণ্ড) অক্সিজেন ব্লাস্ট হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দোষ কার? আওয়ামী লীগের। চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন একই জায়গায় রাখায় সংঘর্ষ হয়ে ব্লাস্ট হয়েছে। দোষ কার? আওয়ামী লীগের।
“এখন আমার কাছে মনে হচ্ছে,… শীত বেশি, বজ্রপাতে মৃত্যুর জন্যও আওয়ামী লীগকে দায়ী করবে।
“তাদের অবস্থানটা কী? তাদের অবস্থান ক্ষমতায় যাওয়া নয়। তাদের অবস্থান শেখ হাসিনাকে হটানো। ক্ষমতায় যাওয়া তাদের লক্ষ্য নয়। বিএনপির লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো।”
কাদের বলেন, “পঞ্চগড়ের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কারা উসকানি দিয়েছে, এর মধ্যে যারা অ্যারেস্ট হয়েছে, তাদের (বিএনপি) নেতাও আছে।
“তারা যে স্বাভাবিক পথে যেতে চায় না, তাদের আন্দোলনে ভাটা নেমেছে, সে কারণে তারা এখন নাশকতার দিকে যাচ্ছে কি না, সেটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে এক যুগে ঢাকার যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে কতটা সফল হয়েছেন- এমন প্রশ্নের মুখেও পড়েন কাদের।
সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, “কর্মে, কর্তব্য পালনে একজন মানুষ কখনোই পারফেক্ট নয়। চাঁদের মধ্যেও কলঙ্ক আছে, এরজন্য কি চাঁদের উজ্জ্বলতা হারিয়ে গেছে?
“কাজ করতে গেলে কিছু ব্যর্থতা তো থাকবেই। আই অ্যাম নট পারফেক্ট ম্যান। সফলতার মধ্যে ব্যর্থতা আছে, শতভাগ সফলতা সম্ভব না।”