বৈষম্যবিরোধী ছাত্রদের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদেরও সেখানে দেখা যায়।
Published : 10 Nov 2024, 02:19 AM
নূর হোসনে দিবসে শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে মধ্যরাতেই রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বিক্ষোভ হয়েছে।
শনিবার মধ্যরাতে জিরো পয়েন্টে 'ছাত্র-জনতা' ও 'গণঅধিকার পরিষদ' ব্যানারে একদল মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন।
বৈষম্যবিরোধী ছাত্রদের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদেরও সেখানে বিক্ষোভ করতে দেখা যায়।
বিক্ষোভকারীরা বলছেন, "নূর হোসেন গণতন্ত্রের প্রতীক। কোনো স্বৈরাচার প্রতি বিপ্লব করার অবলম্বন হিসাবে তাকে অপব্যবহার করতে পারবে না।"
অপরদিকে রাতে বিএনপি ও এর সংগঠনগুলোর কয়েকশ নেতাকর্মীকেও লাঠিসোটা হাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের আশপাশে কিচু সময় অবস্থান নিতে দেখা যায়।
স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনের সময় যুবলীগ কর্মী নূর হোসেনকে হত্যার দিনটিতে রোববার ঢাকার জিপিও এলাকার ‘নূর হোসেন চত্বরে’ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ; যেটি সরকার পতনের পর দলটির প্রথমবারের মত রাজপথের কর্মসূচি।
আওয়ামী লীগ রবিবার নামতে পারবে না, ঘোষণা প্রেস সচিবের
সরকারের দিক থেকে আওয়ামী লীগের এ কর্মসূচি পালন করতে না দেওয়ার বিষয়ে বলেছেন ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রেস সচিব শফিকুল আলম।
পুলিশও এ কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর গুলিস্তানসহ আশপাশের এলাকায় তৎপরতা শুরু করে।
এরমধ্যেই নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের এ কর্মসূচিকে প্রতিহত করতে রাত থেকেই বিক্ষোভে নামে এক দল মানুষ।
রাত ১১টার কিছু পর থেকে জিরো পয়েন্ট হিসেবে পরিচিত ওই স্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ করতে শুরু করেন বেশ কয়েকজন।
'খুনি কেন বাহিরে, মুগ্ধ কেন কবরে,’ ‘নূর হোসেন দিচ্ছে ডাক, খুনি শেখ হাসিনা নিপাত যাক’-এমন বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন তারা।
আওয়ামী লীগের কর্মসূচিতে বিশৃঙ্খলা এড়াতে মাঠে পুলিশ
রাত দেড়টার পরও প্রায় ৪০ থেকে ৫০ জন যুবককে ব্যানার নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৩০-৪০ জন যুবক বিক্ষোভ করে স্থান ত্যাগ করেন।
এছাড়া ছাত্রদলের নেতাকর্মীরা ২০-২৫টি মোটর সাইকেল নিয়ে গুলিস্তানের আশপাশের এলাকায় শোডাউন দিয়ে জিরো পয়েন্টে এসে জড়ো হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের সহ সমন্বয়ক পরিচয় দিয়ে ইয়াসিন আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবিপ্লব করতে চায়। এটা কোনভাবেই হতে দেওয়া যাবে না, প্রয়োজনে আমরা সারা রাত থেকে তাদের প্রতিহত করব।“
ওই এলাকায় পুলিশের কিছু সদস্যকেও দেখা গেছে।
এদিকে রোববার দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ গণজমায়েত করার ঘোষণা দেয় সংগঠনটি।
সংগঠনটির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেইসবুক পেইজে এ পোস্ট দেন।